উচ্চতা অনুযায়ী ওজন কত? সুস্থতার সঙ্গে শরীরের ওজনের নিবিড় সম্পর্ক। ওজন বেড়ে যাওয়া যেমন শরীরের জন্য ক্ষতিকর তেমনই কমে যাওয়াটাও বেশ ক্ষতিকর। তাই আমাদের উচ্চতা অনুযায়ী শরীরের ওজন কত হওয়া দরকার, তা সবারই জানা খুব গুরুতপূর্ণ ।
আদর্শ ওজন নির্ণয়ের জন্য একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয় আর উচ্চতা মাপা হয় মিটারে বা সেন্টিমিটারে। ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয়। এই ভাগফলকেই বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) বলা হয়। বিএমআই ১৮ থেকে ২৪-এর মধ্যে হলে তা স্বাভাবিক বলে মনে করা হয়। এবার বিএমআইয়ের তালিকা মতে আপনার উচ্চতা ওজন কত হওয়া উচিত জেনে নিন।
উচ্চতা অনুযায়ী ওজন কত হলে ভালো?
উচ্চতা অনুযায়ী একজন সুস্থ্য মানুষের ওজন কত হওয়া প্রয়োজন আলিফ সার্জিক্যাল এর পাঠকদের জন্য সে তালিকা নিচে তুলে ধরা হলো।
শিশুদের উচ্চতা ও ওজনের গুরুত্ব:
আমাদের বাসার ছোট সোনা মনিদের বয়স বাড়ার সাথে সাথে ওজন ও উচ্চতা সঠিক ভাবে বাড়ছে কি না সেদিকে খেয়াল রাখা খুব জরুরি।
বাংলাদেশে খুব সস্তা দামে বেবি ওয়েট স্কেল পাওয়া যায়। ওয়েট স্কেল গুলো ডিজিটাল কিনবেন তাহলে সঠিক ওজন নির্ণয় করা সম্ভব।
১দিন বয়সের বাচ্চাদের জন্য আলাদা ডিজিটাল স্কেল পাওয়া যায় সেটাকে বেবি ওয়েট স্কেল বলে। প্রয়োজনে সেটি কিনে নিবেন। এই স্কেল গুলো ম্যাক্সিমাম ২০ কেজি পর্যন্ত ওজন পরিমামপ করা যায়।

বাংলাদেশে কোথায় বেবি স্কেল পাওয়া যায়?
বাংলাদেশে যারা মেডিক্যাকল ইকুইপমেন্ট সরবরাহ করে এমন দোকান গুলোতেই পাওয়া যায়। আজকে আমরা এরকম একটি প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দিব এখানে স্বাস্থ্য সেবার সকল উপকরণ পাওয়া যায় খুব সস্তা দামে।
আলিফ সার্জিক্যাল লিমিটেড
পূরবি সুপার মার্কেট (২য় তলা),মেইন রোড , মিরপুর -১১, পল্লবী ,ঢাকা -১২১৬।
ফোন : ০২-৪১০০০২৮৬, মোবাইল : ০১৭১৩-৯৯২৪৭২
আপনি ঢাকার বাইরে অবস্থান করলে মোবাইলে অর্ডার কনফ্রাম করবেন,কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিয়ে মূল্য পরিশোধ করবেন।
আপনার সোনামনির দৈহিক গঠন সঠিক ভাবে বাড়ছে কি না সে ব্যাপারে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন। মনে রাখবেন আজকের শিশু আগামী দিনের ভবিষৎ।